Home / Breaking News / রবিবার দুপুরে জামদায় তৃণমূলের মহিলা কর্মীর বাড়িতে বাথরুমের জানালা দিয়ে স্নানের দৃশ্য দেখার পাশাপাশি তার উপরে চড়াও হওয়ার ঘটনায় গ্রেপ্তার বিজেপি ১ জন

রবিবার দুপুরে জামদায় তৃণমূলের মহিলা কর্মীর বাড়িতে বাথরুমের জানালা দিয়ে স্নানের দৃশ্য দেখার পাশাপাশি তার উপরে চড়াও হওয়ার ঘটনায় গ্রেপ্তার বিজেপি ১ জন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার দুপুরে জামদায় তৃণমূলের মহিলা কর্মীর বাড়িতে বাথরুমের জানালা দিয়ে স্নানের দৃশ্য দেখার পাশাপাশি তার উপরে চড়াও হওয়ার ঘটনায় গ্রেপ্তার বিজেপি ১ জন। এই ঘটনায় তৃণমূলের ওই মহিলা কর্মী ঝাড়গ্রামের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহিলা জানিয়েছেন,‘২৮ তারিখ আনুমানিক দুপুর ২টা থেকে আড়াইটা নাগাদ আমার বাড়িতে স্নান করছিলাম। সেই সময় দেবব্রত পাল, ফকির রাউৎ আমার বাড়িতে আসে। সুকান্ত দে দরজা খুলে দেয় এবং এরা তিনজনে মিলে জানালা দিয়ে আমার স্নান করা দেখতে থাকে এবং মোবাইলে ছবি তুলতে থাকে। আমি দেখতে পেয়ে গেলে ওরা ছুটে আসে আমার দিকে এবং আমাকে ঝাপটে ধরার চেষ্টা করে। আমি চিৎকার করি সেই সময় ওরা আরো লোকজন ডেকে নেয়। তখন পাড়ার ছেলেরা দোল খেলছিল ওরা ছুটে আসে আমাকে বাঁচানোর জন্য। তখন বাকিরা সকলে পালিয়ে যায়। ওরা হাতে লাঠি, টাঙি, ভোজালি নিয়ে আসে। ওরা বলতে থাকে আমার ইজ্জত নেবে এবং পাড়ায় থাকতে দেবে না।’ এই ঘটনায় সুকান্ত দে ইতিমধ্যে অন্য একটি পুলিশের সুয়োমুটো মামলায় গ্রেপ্তার হওয়ায় পুলিশ শোন অ্যারেস্টের আবেদন করেন। সোমবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচা এই মামলার তদন্তকারী অফিসারকে ৭ এপ্রিল আদালতে কেস ডায়রি তলবের নির্দেশ দিয়েছেন।

এক ঝলকে

তৃণমূলের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে যায় তাহলে আমরা রাজ্য থেকে বিজেপিকে তাড়াতে পারবো,সূর্য সিং বেসরা

সুদীপ্ত মিত্র ,জেএনএফ,ঝাড়গ্রামরবিবার বিকেলে ঝাড়গ্রামের সংবাদ ভবনে সাংবাদিক বৈঠক করে আদিবাসী কুড়মি সমাজের ঝাড়গ্রাম লোকসভার …