Home / Breaking News / ধামসা বাজিয়ে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন বিনপুরের তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা

ধামসা বাজিয়ে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন বিনপুরের তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা অঞ্চলের ওড়গোন্দা বাবা ভৈরব থানে পুজা ও জব্বরপুর মোড়ে দিশম মাঝি মহেন্দ্র হেমরম এর মূর্তিতে মাল্যদান করে বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবনাথ হাঁসদা নির্বাচনী প্রচার শুরু করেন। ধামসা বাজিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে ভৈরব থানে পুজো দিয়ে তিনি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। তার সাথে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সভাপতি শান্তনু ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। দেবনাথ হাঁসদা বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন,’ যখন অশান্ত হয়ে ছিল জঙ্গলমহল , তখন জীবনের ঝুঁকি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। জঙ্গলমহলে যে উন্নয়নমূলক কাজ হয়েছে এর আগে কোন সরকার করেনি। রাস্তাঘাট, পানীয় জল ,স্বাস্থ্যপরিসেবা, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন গরিব মানুষ বিনামূল্যে চাল পাচ্ছে। মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে পড়াশোনার জন্য টাকা পাচ্ছে। গরিব পরিবারগুলো তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে। তাই গরিব মানুষের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই তিনি বলেন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জঙ্গল মহলের মানুষ রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করতে সাতাশে মার্চ বিধানসভা নির্বাচনে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।’ তিনি আরো বলেন,’যে এই ভৈরব থানে পুজো দিতে এসে ছিলেন বিজেপি প্রার্থী পালহান সরেন। তাকে এলাকার মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ওর জন্য ওই ভৈরব খানের উন্নয়ন হয়নি। দেড় কোটি টাকার উন্নয়ন হওয়ার কথা ছিল। ওই বিজেপি প্রার্থীর বাধায় সেই কাজ হয় নি। তাই এই এলাকার মানুষেরা বিজেপি প্রার্থী কে কালো পতাকা দেখিয়েছিল। কিন্তু আমি এখানে পূজো দিতে আসায় এলাকার মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছেন এবং এই এলাকার বাসিন্দারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য আশ্বাস দিয়েছেন।’ তিনি ওই এলাকার মানুষের পাশে থাকবেন এবং সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করবেন বলে তিনি আশ্বাস দেন।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …