Home / Breaking News / ‘ফাঁকা মাঠ’, কপ্টার ‘বিকলের’ দোহাই দিয়ে ঝাড়গ্রামের জনসভায় এলেনই না অমিত শাহ!

‘ফাঁকা মাঠ’, কপ্টার ‘বিকলের’ দোহাই দিয়ে ঝাড়গ্রামের জনসভায় এলেনই না অমিত শাহ!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
কপ্টার ‘বিকলের’ দোহাই দিয়ে ঝাড়গ্রামের জনসভায় এলেনই না অমিত শাহ। মিনিট পনেরোর ম্যাড়ম‍্যাড়ে ভার্চুয়াল বক্তব্য রাখলেন ঠিকই কিন্তু তাতে যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। তাদের স্পষ্ট কথা,’যদি নাই আসবেন তাহলে এত নাটক কিসের, ঠাঠা রোদে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে সমাবেশ বাতিল করার মানেটা কি!’ যদিও ড্যামেজ ‘কন্ট্রোলে’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে জেলার বিজেপি নেতাদের সাফাই, ‘এবার হলো না তো কি ভোটের আগে আবার হবে।’ নেতারা এ কথা বললেও বিজেপির অন্দরের খবর, ঝাড়গ্রামের সার্কাস ময়দানে যে পরিমাণ জনসমাগমের আশা করেছিলেন বিজেপি নেতারা তার ধারেকাছেও ভীড় হয়নি। বহু চেষ্টা করেও ঝাড়গ্রামের ৪ বিধানসভা কেন্দ্র থেকে কর্মী-সমর্থকদের ময়দান মুখো করা যায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সামনে মুখ পুড়তে পারে এই আশংকায় সকাল থেকে কয়েক প্রস্ত নাটকও করে বিজেপি। কখনো তারা অভিযোগ করতে থাকে কর্মী-সমর্থকদের সমাবেশে আসতে বাধা দিচ্ছে তৃণমূল, আবার কখনও তাদের অদ্ভুত দাবি পুলিশ নাকি কর্মীদের সার্কাস ময়দান ঢুকতে দিচ্ছে না। যদিও এই ধরনের দুর্বল অভিযোগ ধোপে টেকেনি। শেষ পর্যন্ত লোক না হওয়ায় আর অমিত শাহকে জোরাজুরি করেননি জেলা বা রাজ্য নেতৃত্ব। ফলে নম নম করে মিনিট পনেরোর ভার্চুয়াল ভাষণ দিয়েই ইতি টানেন শাহ। জেলা তৃণমূলের বক্তব্য,’ঝাড়গ্রামের জঙ্গলমহলের মানুষ বিজেপিকে যে বর্জন করছে তা গত কয়েকমাসে স্পষ্ট হয়ে গিয়েছে। জে পি নাড্ডা থেকে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে যেই সভা করেছে সেখানে লোক কম হয়েছে। এবার অমিত শাহের সভাতেও লোক না হওয়ায় প্রমাণিত হচ্ছে বিধানসভা ভোটে ঝাড়গ্রাম তো বটেই জঙ্গলমহলের সমস্ত আসনেই বিপুল ভোটে জিতবে তৃণমূল। আগাম পূর্বাভাস পেয়ে অমিত শাহ আর ঝাড়গ্রাম মুখো হলেন না।’

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …