Home / Breaking News / আদিবাসী ভোট টানতে এবার ভগবান বিরসা মুন্ডা, সিধু-কানুর দ্বারস্থ বিজেপি

আদিবাসী ভোট টানতে এবার ভগবান বিরসা মুন্ডা, সিধু-কানুর দ্বারস্থ বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট বড়ই বালা! আর সেখানে যদি নির্দিষ্ট কোন ভোট ব্যাঙ্ক থাকে তাহলে তো আর বলতেই নেই। জঙ্গলমহলের প্রতিটি আসনে আদিবাসী ভোট ব্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এবার তাই বিধানসভায় সেই ভোট নিজেদের পকেটে ভরতে ১৫ মার্চ ঝাড়গ্রাম জেলা থেকে শুরু হচ্ছে ভগবান বিরসা মুন্ডা,সিধু-কানু সম্মান যাত্রা। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে ওই অনুষ্ঠানকে সফল করতে ঝাড়গ্রাম জেলার অনুসূচিত জনজাতি মোর্চার জেলা নেতৃত্বর সঙ্গে আলোচনা করেন অনুসূচিত জনজাতি মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ খগেন মুর্মু। বিজেপির এই যাত্রাকে কটাক্ষ করে তৃণমূলের জেলা এক নেতা বলেন,’বিজেপি ভোট পেতে এখন আদিবাসীদের কথা মনে পড়ল। আর তাতে ভগবান বিরসা মুন্ডা,সিধু-কানুর নামে সম্মান যাত্রা বের করতে হচ্ছে। কিন্তু তাঁদের উত্তরসূরিদের জন্য কোন কাজ করেনি বিজেপি।’

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …