Breaking
30 Dec 2025, Tue

ভোটের মুখে ঝাড়গ্রাম সহ মেদিনীপুর-ঘাটাল সাংগঠনিক বিজেপি জেলার সভাপতি বদল!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের মুখে আচমকাই ঝাড়গ্রাম সহ মেদিনীপুর-ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি বদল করল রাজ্য বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা ইলেকশন অফিস ইন-চার্জ প্রতাপ বন্দ্যোপাধ্যায় এক বিবৃতি জারি একথা জানিয়েছেন। ওই বিবৃতিতে ঝাড়গ্রাম, ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলার তিন সভাপতিকে বদল করা হয়েছে। নিয়ে আসা নতুন মুখ। ঝাড়গ্রামে তুফান মাহাতো, ঘাটালে তন্ময় দাস এবং মেদিনীপুরে সোমেন তেওয়ারিকে নতুন বিজেপির জেলা সভাপতি করা হয়েছে। কারন প্রাক্তন তিন জেলা সভাপতি সুখময় শতপথী, অন্তরা ভট্টাচার্য, শমিত দাশ এবারে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে তুফান মাহাতোর হাতে নতুন সভাপতির দায়িত্ব তুলে দেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুখময় শতপথী। নতুন জেলা সভাপতি তুফান মাহাতো বলেন,‘সংগঠনের নিয়ম আনুসারে বদল হয়েছে। তড়িঘড়ি করে বদল করা হয়নি। সংগঠনকে সঙ্গে নিয়ে আগামী দিনে ঝাড়গ্রাম জেলার চারটে বিজেপি প্রার্থীদের জয়লাভ করাই মূল লক্ষ্য।’

Developed by