Breaking
18 Dec 2025, Thu

কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম ৩০ কিমি তৃতীয় রেললাইনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত ৩০ কিমি তৃতীয় রেললাইনে ট্রেন চলাচলের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির সাহাগঞ্জ এর সভা থেকে ভার্চুয়ালের মাধ্যমে এই প্রকল্পটির উদ্বোধন করেন। প্রকল্প উদ্বোধনের সময় ঝাড়গ্রাম স্টেশনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমব্রম। করোনা মহামারীর জেরে এই তৃতীয় লাইনের কাজ কিছুটা হওয়ার পর তারা থেমে যায়, আবার চালু হয়।কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের সেফটি কমিশনার কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তৃতীয় রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল পর্যবেক্ষণ করেন। আজ প্রধানমন্ত্রী ভার্চুয়াল এর মাধ্যমে উদ্বোধন করেন। কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এই দীর্ঘ ৩০ কিলোমিটার রুটে যতগুলি স্টেশন আছে, সেগুলির পুনরায় নতুন ভবন তৈরি করা হয়েছে কোথাও বা নতুন প্লাটফর্ম তৈরি করা হয়েছে, উল্লেখযোগ্যভাবে বাঁশতলা স্টেশন টিকেও রেলের তরফ থেকে সাজিয়ে তোলা হচ্ছে।ঝাড়গ্রাম এর সাংসদ কুনার হেমব্রম বলেন,” জনগণের কথা মাথায় রেখেই এই সমস্ত প্রকল্প রেলের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং এর জেরে মানুষের উপকার হবে রেল যোগাযোগ আরো দ্রুততর হবে।”

Developed by