
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার ভোরে লালগড়ের ধান জমির মাঝে পাত কুয়োতে পড়ে যায় একটি হস্তিশাবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগড়ে কয়েকদিন ধরেই হাতির দল তাণ্ডব চালাচ্ছে। সোমবার রাত্রিতেও ব্যতিক্রম হয়নি। সোমবার রাত্রিতে লালগড়ে একটি হাতির দল হানা দেয়। আর তাতেই ঘটে বিপত্তি। ওই হাতির দলে থাকা একটি হস্তিশাবক ধান জমির মাঝে থাকা একটি পাত কুয়োতে পড়ে যায়। বাঁচার জন্য কুয়োর মধ্য থেকে আওয়াজ করতে থাকে। মঙ্গলবার ভোরে স্থানীয়দের কানে আওয়াজ যাওয়ার পরে স্থানীয় বাসিন্দারা এসে দেখেন কুয়োর সামনে এসে হস্তিশাবকটিকে দেখতে পায়। বনদপ্তরকে খবর দেওয়া। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা পৌঁছায়। প্রায় এক ঘন্টা ধরে বনদপ্তরের চেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়। হাতিটি কুয়ো থেকে বেরিয়ে মায়ের সঙ্গে জঙ্গলের মধ্যে ফিরে যায়।



