Breaking
6 Dec 2025, Sat

বিপুল পরিমানে চোলাই মদ উদ্ধার সহ ২ জনকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিপুল পরিমানে চোলাই মদ উদ্ধার সহ ২ জনকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর। মঙ্গলবার আবগারি দপ্তর অভিযান চালায় লালগড় ব্লকের ধরমপুর, করমশোল, গোহমিডাঙা, ঝিটকা গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর এসব এলাকার হানা দিয়েছিল। গ্রামে আভিযান চালিয়ে আবগারি দপ্তর ৬০ লিটার চোলাই মদ, ১৫০ লিটার চোলাই মদের উপকরণ বাজেয়াপ্ত করেছে। ঘটনায় তিনটি মামলা রুজু করে ২ জনকে গ্রেপ্তারও করেছে ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর।

Developed by