Breaking
6 Dec 2025, Sat

সবুজ গড়ে লাল সংগঠনের ভিত মজবুত করছে এসএফআই, কলেজ ইউনিট সম্মেলনে নজরকাড়া সংখ্যায় হাজির পড়ুয়ারা


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সবুজ গড়ে লাল সংগঠনের ভিত মজবুত করছে এসএফআই। কলেজ ইউনিট সম্মেলনে নজরকাড়া সংখ্যায় হাজির কলেজ পড়ুয়ারা। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল ঝাড়গ্রাম জেলার শিলদাতে। ঝাড়গ্রাম জেলার সর্বত্র তৃণমূল ক্ষমতায় থাকলেও পঞ্চায়েতে এবং লোকসভায় থাবা বসিয়েছে গেরুয়া। সবুজ-গেরুয়াকে একই আসনে বসিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে এসএফআই। বামেরা ক্ষমতায় নেই কিন্তু সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ইউনিট সম্মেলনে
সিঁদুরে মেঘ দেখছে অনেকেই। দেখাও স্বাভাবিক। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, ক্ষমতায় থাকাকালীন ইউনিট সম্মেলনে এত পড়ুয়া দেখা যায়নি। সেখানে বেশি সংখ্যক পড়ুয়ারা লাল পতাকার নিচে আসায় চিন্তার ভাঁজ ফেলেছে সবুজ-গেরুয়া শিবিরে। এদিন ইউনিট সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলা সম্পাদক সৌতম মাহাত সহ রজত ঘোষ, মধুশ্রী মজুমদাররা। এদিন শিলদা চন্দ্রশেখর কলেজের ইউনিট সম্মেলন উপস্থিত হয়েছিলেন কলেজের ৬০ জন ছাত্র-ছাত্রী। সর্ব সম্মতিক্রমে শিলদা চন্দ্রশেখর কলেজের ইউনিট সম্পাদক হয়েছে প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র রোহন টুডু, সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের অরূপ মাহাত, পত্রিকা সম্পাদিকা হয়েছেন শ্যামলী পাতর আর কোষাধক্ষ্যের দায়িত্ব পেয়েছেন নরেন মাহাত।

Developed by