Breaking
17 Dec 2025, Wed

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের মালিঞ্চা গ্রামে হল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। ঠিক সেইমতো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের মালিঞ্চা গ্রামে হল এই কর্মসূচি৷ সাধারণ মানুষেরা তাদের সরকারি প্রকল্পগুলির সুবিধা ঠিকমত পাচ্ছেন কিনা তা দেখা হচ্ছে এই প্রকল্পের মধ্য দিয়ে। এদিনের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ,  গোপীবল্লভপুর ২ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ, সহ আরও অন্যান্য আধিকারিকরা।

Developed by