Breaking
6 Dec 2025, Sat

জলে প্লাবিত ঝাড়াগেড়িয়ার দুঃস্থ মানুষজনের পাশে দাঁড়ালেন রাজ্যের ‘যুবশক্তি’র যোদ্ধারা


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম ব্লকে কংসাবতীর ক্যানেলের জলে প্লাবিত হয়ে গিয়েছিল ঝাড়াগেড়িয়ার আদিবাসী মানুষজনের ঘর-বাড়ি। ঝাড়গ্রাম জেলা ‘যুবশক্তি’র উদ্যোগে ওই গ্রামের দুঃস্থ মানুষজনের পাশে দাঁড়াল রাজ্যের ‘যুবশক্তি’র যুবযোদ্ধারা। শনিবার দুপুরে ওই গ্রামে গিয়ে মানুষজনের হাতে প্যাকেটে দুপুরে খাবার সহ শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য সহ-সভাপতি দেবনাথ হাঁসদা, তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি শান্তনু ঘোষ, ঝাড়গ্রাম জেলার মুখপাত্র সুব্রত সাহা, ঝাড়গ্রাম শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র সহ জেলার যুবশক্তির কোর কমিটির সদস্য-সদস্যরা।

Developed by