Breaking
9 Jan 2026, Fri

পথ দুর্ঘটনায় জখম হলেন ফরেস্ট গার্ড বিবেকানন্দ মাহাত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পথ দুর্ঘটনায় জখম হলেন ফরেস্ট গার্ড বিবেকানন্দ মাহাত। তাঁর বাড়ি বিনপুরের সাতবাকি গ্রামে। রবিবার তিনি তাঁর শ্বশুর বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার তালপাতা গ্রামে যাচ্ছিলেন মোটরবাইক নিয়ে। বেলপাহাড়ি থেকে ভুলাভেদা যাওয়ার রাস্তার মাঝে দোমোহানি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। হাতে ও কপালে চোট লেগে জখম হয়েছেন ফরেস্ট গার্ড বিবেকানন্দ মাহাত।

Developed by