Breaking
8 Dec 2025, Mon

স্বপ্ন অধরা, করোনা জেরে তরুণ ফুটবলার দীপ এখন সব্জি বিক্রেতা!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা বাধা হয়ে দাঁড়িয়েছে দীপের বড় ফুটবলার হওয়ার স্বপ্নকে। প্র্যাক্টিস চলাকালীন মাসে ১০০০ টাকা করে দেওয়া হত মোহনবাগান অ্যাকাডেমির খেলোয়াড়দের।
করোনার জেরে ফুটবলের পাশাপাশি বন্ধ হয়েছে মাসিক ভাতাও। সেই অর্থ নিয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন কোন্নগরের দীপ বাগ। কিন্তু করোনা বাধা দিচ্ছে সেই স্বপ্নকেও। আর এই লকডাউনে বন্ধ রিক্সা চালক বাবার আয়। অগত্যা সংসার টানতে সব্জি বিক্রয় করছেন তরুণ ফুটবলার।

Developed by