Breaking
8 Dec 2025, Mon

রিলায়েন্স এখন অশ্বমেধের ঘোড়া

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গত ২৩ মার্চের পর থেকে রিলায়েন্সের শেয়ারের দাম যে দৌড় শুরু করেছে, তাকে থামানোর মতো কেউ নেই এখন। জিওতে একের পর এক লগ্নি এবং রিলায়েন্সের শেয়ারের দামে রেকর্ডের পর রেকর্ড হয়েই চলছে। বিপি-র সঙ্গে হাত মিলিয়ে জ্বালানির ব্যবসা মজবুত করার পর জিওতে ১৩তম লগ্নি এল বিখ্যাত মার্কিন সংস্থা কোয়ালকমের হাত ধরে। প্রায় ৭৩০ কোটি টাকা লগ্নি করে জিও-র ০.১৫ শতাংশ শেয়ার কিনল সংস্থা। আজ ১,৯৪৭ টাকায় রেকর্ড করেছে শেয়ার।

Developed by