Home / Breaking News / চিন্তায় বিজ্ঞানীরা, করোনা ও ডেঙ্গির উপসর্গ একই !

চিন্তায় বিজ্ঞানীরা, করোনা ও ডেঙ্গির উপসর্গ একই !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা আবহের মধ্যেই চিন্তা বাড়ছে দেশে। বর্ষা প্রবেশ করতেই থাবা বসাচ্ছে ডেঙ্গি। দুই রোগের উপসর্গ প্রায় সমান। এতেই বড় বিপদের আশঙ্কা দেখছেন বিজ্ঞানীরা। দুই রোগের উপসর্গ সমান হওয়ায় রোগ চিহ্নিত করতে নাজেহাল অবস্থা চিকিৎসকদের। আর এই সুযোগেই থাবা বসাচ্ছে করোনা। এশিয়ার কয়েকটি দেশে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ। সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গির প্রাদুর্ভাবও। পশ্চিমবঙ্গ, বিহারেও ডেঙ্গি প্রাণ কেড়েছে শতাধিকের।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …