Breaking
8 Dec 2025, Mon

সোশ্যাল মিডিয়ায় দেখা গেল মিরিকেও আছে ব্ল্যাক প্যান্থার!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দার্জিলিংয়ের মিরিকে এবার ব্ল্যাক প্যান্থার দেখা যাওয়ার দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিছুদিন আগে কর্ণাটকের জঙ্গলের একটি ব্ল্যাক প্যান্থারের ছবি ভাইরাল হতেই মিরিকের থারবো চা বাগানের এক ব্যক্তি দাবি করেন তিনি মিরিকেই ব্ল্যাক প্যান্থার দেখেছেন। এবিষয়ে কার্শিয়াং বনবিভাগের ডিএফও শেখ ফরিদ জানান, ‘এখানে ব্ল্যাক প্যান্থার আনাগোনার ইতিহাস রয়েছে। তবে বহু বছর সেটা দেখা যায়নি।’

Developed by