Breaking
18 Dec 2025, Thu

বদলি হলেন ঝাড়গ্রামের বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
করোনার আবহে বদলি হলেন ঝাড়গ্রামের বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য। শুক্রবার এ বিষয়ে রাজ্য সরকারের এক নির্দেশিকা বের হয়েছে স্বাস্থ্যভবন থেকে। ওই বদলির অর্ডারে লেখা রয়েছে, ঝাড়গ্রামের বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্যকে মুর্শিদাবাদ জেলায় বহরমপুর মেন্টাল হাসপাতালের ডেপুটি সুপারিটেণ্ডন পদে বদলি করা হয়েছে। তার জায়গায় ঝাড়গ্রামের বিএমওএইচ পদে ‘অ্যাক্টিং’ দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মানিক সিং-কে। জনস্বার্থে দুই চিকিৎসককেই তাঁদের দায়িত্ব দ্রুত বুঝে নেওয়ার কথাও বলা হয়েছে রাজ্য সরকারের অতিরিক্ত সচিবের ওই নির্দেশিকায়।

Developed by