Breaking
20 Dec 2025, Sat

ঝড়ে পড়ে যাওয়া গাছের ডালকে কেন্দ্র করে মারপিট দুই পরিবারে, জখম ৬

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছিল পড়শির বাড়ির ছাদে। তাই নিয়েই দু’টি পরিবারের মধ্যে গোলমালের জেরে জখম হলেন উভয় পরিবারের দুই মহিলা সহ মোট ছ’জন। বুধবার সন্ধ্যায় লালগড় থানার চন্দ্রপুর গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রপুর গ্রামের বলরাম কর ও দুলাল পাঠকের পরিবারের মধ্যে বাস্তুজমির সীমা নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। বুধবার বিকেলে কালবৈশাখীর ঝড়ে বলরামের একটি সাবড়া গাছের ডাল ভেঙে পড়ে দুলালের বাড়ির অ্যাসবেসটসের ছাদে। চাদটি ক্ষতিগ্রস্ত হয়। এই নিয়ে দু’টি পরিবারের মধ্যে বচসা শুরুহয়। বচসার জেরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বানির মহিলারা। এরপরেই বলরামের বাড়ির লোকজন কুড়ুল নিয়ে দুলালের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। দুলাল পাঠক, দুলালের স্ত্রী জবা ও দুলালের তেরো বছরের ভাইপো জিৎ গুরুতর জখম হয়। এরপরেই দুলারের বাড়ির লোকজনের হাতে প্রহৃত হন বলরাম কর, বলামের ভাই বরুণ ও বলরামের মা মাধবী। খবর পেয়ে ছ’জনকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠায় পুলিশ। তবে বছর তেরোর জিৎ পাঠকের অবস্থা আশঙ্কাজনক।তবে উভয় পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

Developed by