Breaking
20 Dec 2025, Sat

ঝাড়গ্রামের ওষুধ বিক্রেতা চন্দন দে রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন জেলাশাসকের হাতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের ওষুধ বিক্রেতা চন্দন দে রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন জেলাশাসকের আয়েশা রানি এ-র হাতে। মঙ্গলবার বিকেলে জেলাশাসকের অফিসে গিয়ে সেই চেক তুলে দেন বাষট্টি বছরের চন্দন দে। করোনা মোকাবিলার জন্য ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত সবচেয়ে বেশি পরিমানে টাকা প্রদান করলেন ঝাড়গ্রাম জেলা থেকে। ঝড়গ্রাম শহরের হাসপাতাল মোড়ের কাছে তাঁর বাড়ি। পেশায় তিনি ওষুধ বিক্রেতা। এদিন চেক জেলাশাসকের হাতে তুলে দেওয়ার পর চন্দন দে বলেন,‘করোনা মহামারিতে রাজ্যের সাধারণ মানুষের অবস্থা এখন দুর্বিসহ। আমার বয়স যা তাতে মাঠে নেমে সাধারণ মানুষের জন্য আমি কিছু করতে পারব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি যে ত্রাণ তহবিল গঠন করেছেন সেখানেই আমি আমার সামর্থ্য মত ২ লক্ষ টাকার চেক জেলাশাসকের হাতে এদিন তুলে দিয়েছি। জনগনের কাজে সেই টাকা লাগবে এতেই আমি আনন্দিত!’

Developed by