Breaking
8 Dec 2025, Mon

৭০ জন দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালেন অনিমেষ বসুধর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের ৭০ জন দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালেন অনিমেষ বসুধর। ঝাড়গ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডে ৭০ জন দুঃস্থ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে রবিবার ত্রাণ তুলে দিলেন বসুধর পরিবারের সমস্ত সদস্যরা।

প্রত্যেক পরিবারের হাতে এই অসময়ে চাল,মুড়ি,তেল,সাবান তুলে দিল ওই পরিবার। পরিবারের কর্তা অনিমেষ বসুধর বলেন,’ওই সমস্ত মানুষদেরকে এই অসময়ে সাহায্য করতে পেরে তৃপ্তি পেলাম। ক’টা দিন তো এরা মুখে অন্ন তুলতে পারবে।’

Developed by