Breaking
8 Dec 2025, Mon

লালগেড়িয়ার শবরদের পাশে দাঁড়ালেন মন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগেড়িয়ার শবরদের পাশে দাঁড়ালেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশ জুড়ে জারি করা হয়েছে লকডাউন। যার ফলে শবররা কাজ হারিয়ে এখন ঘরবন্দি। এবার সেই শবর পরিবার গুলির পাশে দাঁড়ালেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। তাঁর উদ্যোগে লালগেড়িয়া গ্রামের শবর অসহায় মানুষগুলিকে ত্রাণ দেওয়া হয় শুক্রবার।

Developed by