Breaking
5 Dec 2025, Fri

জামবনির যুগীবাঁধে শবর কন্যার জন্য বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং ব্যবস্থা করলেন জেলাশাসক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :জামবনির যুগীবাঁধে শবর কন্যার জন্য বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং ব্যবস্থা করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ।জেলাশাসক জামবনি ব্লকের বিডিও সৈকত দে-কে সঙ্গে নিয়ে যান। সেখানে গিয়ে শবর পরিবার গুলির সঙ্গে কথা বলে তাঁদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানতে চান জেলাশাসক।তখনই এক শবর কন্যা কম্পিউটার ট্রেনিং করতে ইচ্ছুক বলে জানান। লোধা শবর প্রথম জেনারেশন শিক্ষার জন্য এগিয়ে আসার কথা শুনে খুশি হন খোদ জেলাশাসক। সঙ্গে সঙ্গে শবর কন্যাকে কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করেন।

Developed by