Breaking
6 Dec 2025, Sat

দুধকুন্ডি ১০ নং অঞ্চলে INTTUC অনুমোদিত কলশিভাঙ্গা শিবশক্তি টোল প্লাজা কন্ট্রাক্টর ও ওয়ার্ক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক সুকুমার হাঁসদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুধকুন্ডি ১০ নং অঞ্চলে INTTUC অনুমোদিত কলশিভাঙ্গা শিবশক্তি টোল প্লাজা কন্ট্রাক্টর ও ওয়ার্ক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা। এছাড়া উপস্থিত ছিলেন গোপীবলভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, দলীয় নেতৃবৃন্দ। এছাড়াও শীত বস্ত্র প্রদান করা হয় বাসিন্দাদের।অনুষ্ঠানের সভা মঞ্চ থেকে শ্রমিকদের কথা প্রসঙ্গে বিধায়ক চূড়ামণি মাহাতো সিপিএমকে কটাক্ষ করে বলেন যে,’লাল ঝান্ডা আজ নিজেরা বিজেপির কাছে বন্ধক দিয়েছে। আজ গেরুয়াধারী হয়েছে।’

Developed by