Breaking
16 Dec 2025, Tue

বড়দিনের আগেই ‘জঙ্গলমহল মেরিনার্সে’র উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: জঙ্গলমহল মেরিনার্স এর উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির মঙ্গলবার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের আশকোনা গ্রামের কোন ক্লাবে রক্তদান শিবির হয় এই শিবিরের প্রায় কুড়ি জন রক্ত দান করেন।

‘জঙ্গলমহল মেরিনার্সে’র সদস্যরা বলেন,’ গোপীবল্লভপুর মাল্টিস্পেশালিটি হাসপাতালের সহায়তায় আমাদের এই উদ্যোগ সফল হয়। অসংখ্য ধন্যবাদ জানাই যাঁরা এই উদ্যোগে সামিল হয়েছিলেন তাদের সকলকেই। আরও একটি বড় বেপার হল নিজের জন্মদিনেও মনোরঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তি আমাদের এই রক্তদান শিবিরে এসে রক্তদান করেন।’ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ।

Developed by