Home / Breaking News / ঝাড়গ্রাম পুরসভার প্রশাসকের উদ্যোগের শহরে বসবাসকারী লোধা-শবরদের জন্য শুরু হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির

ঝাড়গ্রাম পুরসভার প্রশাসকের উদ্যোগের শহরে বসবাসকারী লোধা-শবরদের জন্য শুরু হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম পুরসভার প্রশাসকের উদ্যোগের শহরে বসবাসকারী লোধা-শবরদের জন্য শুরু হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শবরদের সামাজিক-আর্থিক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ঝাড়গ্রাম জেলা প্রশাসনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলার বিভিন্ন প্রান্তে। বুধবার ঝাড়গ্রামের 5নম্বর ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়।

শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক সুবর্ণ রায়, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তুষার শতপথি প্রমুখ। এদিন মোট ২০০ জনেরও বেশি স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ঝাড়গ্রাম হাসপাতালে না গিয়ে পাড়ায় এরকম স্বাস্থ্য পরীক্ষার শিবির হওয়ায় খুশি তাঁরা। ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক সুবর্ণ রায় বলেন,’স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শবর পাড়া গুলি ঘুরে দেখে তাঁদের সঙ্গে কথা বলেন অভাব-অভিযোগ কি রয়েছে জেনেছি। সেই মত ব্যবস্থা নেওয়া হবে।’

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …

Leave a Reply