Breaking
18 Dec 2025, Thu

সানীপয়েন্ট বিদ্যালয়ের বাৎসরিক মিলন মেলা চলছে রবীন্দ্রপার্কের মুক্ত মঞ্চে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সানীপয়েন্ট বিদ্যালয়ের বাৎসরিক মিলন মেলা চলছে রবীন্দ্রপার্কের মুক্ত মঞ্চে। শুরু হয়েছে ৭ ডিসেম্বর। চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। স্কুলের খুদে পড়ুয়াদের সৃষ্টিশীল প্রযোজনায় নাচে-গানে-আবৃত্তি-নাটকে মোড়া থাকবে শিশুমনের রঙিন দিনগুলি।

শীতের আমেজে যা এক অন্য মাত্রা দেবে সকলকে। বিদ্যালয়ের সম্পাদক তিমিরকুমার মল্লিক বলেন,’আমাদের বাৎসরিক উৎসবকে আমরা মিলন মেলা নাম দিয়েছি। বর্তমান থেকে প্রাক্তণ সকলের সকলের প্রবেশ অবাধ অনুষ্ঠানের দিন গুলিতে। খুদে পড়ুয়াদের সৃষ্টিশীল মানসিক উদ্ভাবনী বিকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সেই সঙ্গে ঝাড়গ্রামের গুনী মানুষজনদের সংবর্ধনা দিয়ে আমরা গর্বিত বোধ করি। ঝাড়গ্রাম জেলার শিক্ষা ও সাংস্কৃতিক পরিমন্ডলী খুব ভালোভাবে আরো বিকশিত হোক এই আশা রাখি

Developed by