Breaking
18 Dec 2025, Thu

ডেডলাইন ৩০ নভেম্বর, LIC র সুবিধাজনক জনপ্রিয় পলিসি করতে অতি সত্ত্বর যোগাযোগ করুন 9475143563 , 8250087258 অথবা ঝাড়গ্রাম শাখার ব্রাঞ্চ ম্যানেজারের – 919474560769 এই মোবাইল নম্বরে।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ডেডলাইন ৩০ নভেম্বর। LIC র সুবিধাজনক জনপ্রিয় পলিসির শেষ দিন। হাতে আর মাত্র ৭ দিন। নভেম্বরের ৩০ তারিখ থেকে বন্ধ হতে চলেছে থেকে বেশ কিছু জনপ্রিয় সুবিধা জনক পলিসি। সেই সঙ্গে LIC বেশ কিছু নিয়ম পাল্টে নতুন ভাবে আসতে চলেছে বাজারে। যা বর্তমান পলিসির নিয়ম থেকে কিছুটা আলাদা। সেই সঙ্গে নতুন পলিসি গুলির প্রিমিয়ামও বাড়তে চলেছে। সুতরাং, ৩০ নভেম্বরের মধ্যে নতুন পলিসি করে বাড়তি লাভ করুন।

সেই সঙ্গে বাড়তি প্রিমিয়ামের বোঝা থেকে মুক্তি পান। সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে LIC করতে অতি সত্ত্বর যোগাযোগ করুন 9475143563 বা 8250087258 মোবাইল নম্বরে।

Developed by