Breaking
2 Jan 2026, Fri

বাঁদনা পরবের অনুষ্ঠানে গান করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক চূড়ামনি মাহাতো

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার বিকেলে ঝাড়গ্রাম জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম ঝাড়গ্রাম ব্লকের কাশিয়া ফুটবল ময়দানে বুধবার বাঁদনা পরবের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারি। সেখানেই বাঁদনা পরবের গান ধরেন প্রাক্তন মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামনি মাহাতো। আর গানের শেষে হাততালি ফেটে পড়ে জনগণের মধ্যে।

Developed by