Breaking
4 Dec 2025, Thu

ঝাড়গ্রামের ডাহিপাল বাসীর রাতের ঘুম কেড়ে নিল হাতির দল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম জেলার প্রায় জায়গায় চলছে হাতির তান্ডব। হাতির তান্ডবেই আতঙ্কে ঘুম ছুটছে বাসিন্দাদের। সকাল থেকে সন্ধ্যা বা রাতের সময়ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১১টা নাগাদ ডাহিপাল গ্রামে হাতি হানা দেয়। ৪টি গরুকে মেএ ফেলে। এবং ৩/৪ বাড়িও ভাঙচুর করেছে বলে জানা গিয়েছে।

Developed by