Breaking
18 Dec 2025, Thu

রং-রুটে লরি, যানজটে অবরুদ্ধ জিতুশোল, চিন্তায় বাসযাত্রীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ভুল রুটে পর পর আয়রন ডাস্ট বোঝাই একাধিক লরি ঢুকে যাওয়ায় ঝাড়গ্রামের জিতুশোলের কাছে অবরুদ্ধ হয়ে গেল লোধাশুলি-ঝাড়গ্রাম ৫ নম্বর রাজ্য সড়ক। জিতুশোলের কাছে একটি কারখানার জন্য কাঁচা মালবাহী কয়েকশো লরি প্রতিদিন যাতায়াত করে। মঙ্গলবার সকাল সোয়া ছ’টা নাগাদ বড়বিল থেকে কাঁচামাল নিয়ে আসা একাধিক লরি কারখানায় ঢোকার জন্য বা‍ঁক নিতে গিয়ে রাজ্য সড়ক অবরুদ্ধ করে ফেলে। ওই সময় ঝাড়গ্রাম থেকে লোধাশুলিগামী একটি ট্রেলার চলে আসায় একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছে রাজ্য সড়ক। আটকে পড়েছে বহু বাস ও যানবাহন। যানজট সামলাতে হিমসিম খাচ্ছে সিভিক ভলান্টিয়াররা।

Developed by