Home / Breaking News / বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেয়ে মুখ উজ্জ্বল করল কাপগাড়ি কলেজের ছাত্রী রিমা দত্ত

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেয়ে মুখ উজ্জ্বল করল কাপগাড়ি কলেজের ছাত্রী রিমা দত্ত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২১ তম সমাবর্তন অনুষ্ঠান থেকে স্বর্ণপদক পেয়ে মুখ উজ্জ্বল করল কাপগাড়ি কলেজের ছাত্রী রিমা দত্ত। রিমা কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয় থেকে ২০১৮ সালে বিপিএড পাশ করে। শুধু তাই নয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলেজ গুলির মধ্যে বিপিএডের মধ্যে প্রথম স্থান অর্জন করে। সেই উপলক্ষেই সমাবর্তন অনুষ্ঠান থেকে স্বর্ণপদক ও শংসাপত্র তাঁর হাতে তুলে দেয়। রিমার বাড়ি জামবনি ব্লকের ধড়সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধড়সা গ্রামেই। খুবই কষ্ট ও দারিদ্র্যতার সাথে লড়াই করে আজ এ জায়গায় পৌঁছে সে। স্বর্ণপদক পাওয়ার পর রিমা জানিয়েছে,’কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের স্যাররা আমাকে খুবই সাহায্য করেছেন। উনাদের সাহায্য ছাড়া আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না।’ বর্তমানে রিমা কলকাতার হেস্টিং থেকে এমপিএড কোর্স করছে।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …

Leave a Reply