Breaking
3 Dec 2025, Wed

হাতির দলকে তাড়াতে গিয়ে ঝাড়গ্রামের কেউদিশোলে আহত যুবক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শনিবার রাতভোর ঝাড়গ্রাম শহরে দাপিয়ে বেরিয়েছিল একটি দলছুট হাতি। রবিবার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া পঞ্চায়েতের কেউদিশোল গ্রামে এক ব্যক্তিকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারল দলমার পালিত হাতি। ঘটনায় জখম হন দিলীপ মাহাতো নামে স্থানীয় এক যুবক। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের লাগোয়া জঙ্গলে ১২টি হাতি রয়েছে। তার মধ্যে একটি সাত দিনের সদ্যোজাত শাবকও। হাতির দল বিকালে জঙ্গল থেকে বেরিয়ে ধান জমিতে নামে। ঠিক তখনই গ্রামবাসী হাতি তাড়াতে শুরু করে। ওই দলে ছিলেন দিলীপও। আচমকা দিলীপকে দু’টি হাতি তাড়া করে। দিলীপ পড়ে যান জমিতে। ঠিক সেই সময়ই একটি হাতি এসে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে দিলীপকে। ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ। গ্রামবাসীরা হাতির দলকে হুলা দেখিয়ে আহত দিলীপকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। দিলীপ সেখানে চিকিৎসাধীন।

Developed by