Breaking
18 Dec 2025, Thu

বাংলায় হচ্ছে না এনআরসি: মমতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাংলায় কোনও এনআরসি হবে না। আজ এভাবেই রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি থেকে নবান্নে ফিরে সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন, এনআরসি নিয়ে অপপ্রচার চলছে। বিজেপি ভয় দেখাচ্ছে। এটাকে রাজনীতি হিসাবে দেখুন। এটিকে নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে ভোটার লিস্টে নাম আছে কিনা তা দেখে নিতে রাজ্যবাসীকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এনআরসি আতঙ্কে যে দু’জন রাজ্যবাসীর মৃত্যু হয়েছে তাঁদের পরিবারপিছু দুই লক্ষ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করলেন তিনি।

Developed by