

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ১৯৮৮ সালের ৭ সেপ্টেম্বর চালু হয়েছিল গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়। গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের নয়াবসান জন্যাকল্যাণ বিদ্যাপীঠের দান করা জমিতে এই মহাবিদ্যালয়ের প্রথম ভিত স্থাপিত হয়। শনিবার দিনটিকে স্মরণ করে মহাবিদ্যালয়কে সাজিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করল তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র সংগঠনের উদ্যোগে বাহারি রঙিন আলো দিয়ে কলেজের তোরণ ও ভবন সাজানো হয়েছে।





