Breaking
31 Dec 2025, Wed

স্কুলের দরজা ভাঙল, বাড়ির চাল খেল হাতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : স্কুলের দরজা ভাঙল হাতি। আর লোকের বাড়ির চাল খেল হাতি। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের শিরশী গ্রামে ঢুকে পড়ে ৪টি দাঁতাল হাতি। শিরশী প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে বেশ কিছু বাড়িতে খাবারের খোঁজে সন্ধান চালায়। একাধিক দরজা ও জানালা ভেঙ্গে ফেলে এবং বাড়ির আটা, চাল খেয়ে ফেলে। শিরশী প্রাথমিক বিদ্যালয়ের রান্না ঘর ভেঙে স্টোর রুম ভেঙে ফেলেছে।

Developed by