Breaking
31 Dec 2025, Wed

শারীরিক অবস্থার অবনতি লালুপ্রসাদের, কার্যত বিকল হওয়ার পথে কিডনি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি। বিকল হওয়ার পথে কিডনি। কিডনির মাত্র ৩৭ শতাংশ সঠিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ বিকল প্রায় ৬৩ শতাংশ কিডনি। রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসা চলছে যাদবের।বারংবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন হন তিনি। সম্প্রতি তার শারীরিক অবস্থা একেবারেই তলানিতে ঠেকে। সুগার ও রক্তচাপের পাশাপাশি কিডনি অনেকটাই বিকল হয়ে যায়। চলছে চিকিৎসা।
লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন দলীয় কর্মী সমর্থকরা। তার খোঁজখবর নিতে আসেন লালুর ছেলে তেজস্বী যাদব।

Developed by