Home / Breaking News / তফশিলি ভোটব্যাংক বাঁচাতে নয়া কৌশল তৃণমূলের

তফশিলি ভোটব্যাংক বাঁচাতে নয়া কৌশল তৃণমূলের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- নজরে ২০২১-এর বিধানসভা নির্বাচন৷ তার আগে দোলের নিচুতলার কর্মীদের মধ্যে দলের প্রভাব বাড়াতে নয়া উদ্যোগ তৃণমূলের৷ রাজ্যে তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের প্রভাব বাড়াতে নয়া পরিকল্পনা তৃণমূল শিবিরের৷

দলে তফশিলি জাতি, উপজাতিদের অংশগ্রহণ বাড়াতে ইতিমধ্যেই বিধায়কদের কাছ থেকে পাঁচজন করে কর্মীদের নামের তালিকা চাওয়া হয়েছে৷ আজই সেই তালিকা জমা দেয়ার শেষ দিন৷ জানা গিয়েছে, বুথ স্তরে পাঁচজন তফশিলি জাতি, উপজাতি কর্মীদের নাম দিতে বলা হয়েছে৷ বিধায়কদের কাছ থেকে নামের তালিকা চাওয়া হয়েছে৷ আজ বুধবারের মধ্যেই সেই তথ্য দিতে হবে৷ নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে তৃণমূল নেতৃত্বকে৷

তবে এর উদ্যোগের পিছনে বেশ কিছু অস্বস্তি কাজ করছে তৃণমূল শিবিরে৷ কেননা গত লোকসভা নির্বাচনের নিরিখে বাংলার অধিকাংশ তফশিলি প্রভাবিত আসনে তৃণমূল পিছিয়ে পড়েছে৷ লোকসভা নির্বাচনের ফলাফল বিবেচনা করে এবার তফশিলিদের মধ্যে দলের প্রভাব বাড়াতে উদ্যোগ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল৷

মনে করা হচ্ছে, তফশিলি জাতি ও উপজাতিদের মধ্যে থেকে নেতৃত্ব তুলে আনতেই এই পদক্ষেপ৷ কেননা একদিকে যেমন মথুয়া ভোট ব্যাংক ধরে রাখা তৃণমূলের কাছে এখন প্রথম লক্ষ্য, পাশাপাশি রাজ্যে তফশিলি জাতি ও উপজাতিদের ভোটব্যাংক ধরে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের কাছে৷ ফলে বুথস্তর থেকে কর্মী তুলে এনে এবার নতুন কৌশল নিতে চলেছে তৃণমূল৷

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …

Leave a Reply