Home / Breaking News / ফের কল্পতরু মমতা, বিধানসভায় বড়সড় প্রস্তাব মুখ্যমন্ত্রীর

ফের কল্পতরু মমতা, বিধানসভায় বড়সড় প্রস্তাব মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সবার জন্য রেশন কার্ডের দেওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বুধবার বিধানসভায় দাঁড়িয়ে দু’ধরনের রেশন কার্ড চালু করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের৷ মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব ঘিরে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রস্তাব, এনআরসি সামনে আসায় অনেক রেশন কার্ড করাতে চাইছেন৷ পরিচয় পত্র হিসেবে রেশন কার্ড রাখতে চাইছেন৷ কিন্তু তাঁরা রেশন তোলেন না৷ সে ক্ষেত্রে যাঁরা রেশন তুলতে চান ও যারা রেশনের সামগ্রী তোলেন না তাঁদের জন্য পৃথক কার্ড প্রস্তাব দেন মুখ্যমন্ত্রীর৷ এই ধরনের কার্ড শুধুমাত্র পরিচিত হিসাবে ব্যবহারের পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী৷ এমনকি, বাংলার সমস্ত বাসিন্দাদের জন্য রেশন কার্ড দেওয়ারও প্রস্তাব দেন৷

মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব ঘিরে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকেই৷ পর্যবেক্ষক মহলের একাংশের মত, যদি ঢালাও রেশন কার্ড বিলি করার ব্যবস্থা করা হয়, তাহলে একাংশের মানুষ সুবিধা পেলেও এই কার্ডকে হাতিয়ার করে নাগরিকত্ব দাবিও করে বসতে পারেন অনেকে৷ কারণ, এই মুহূর্তে বহু অবৈধ নাগরিক সীমান্তের বেড়াজাল পেরিয়ে ভারতে এসে বসবাস করেন৷ অবৈধভাবে বসবাসকারী সবাইকে যদি রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে এই সুযোগের অপব্যবহার করার আশঙ্কা তৈরি হয়েছে বলেও মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …

Leave a Reply