Breaking
20 Dec 2025, Sat

নয়াগ্রামের আন্ত্রিক কবলিত গ্রামে সংসদ কুনার হেমব্রম, বিলি করলেন মিনারেল ওয়াটার বোতল এবং ওআরএস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশঃ শনিবার ঝাড়গ্রাম জেলার
নয়াগ্রামের আন্ত্রিক কবলিত বাক্সা গ্রাম ঘুরে দেখলেন ঝাড়গ্রামের বিজেপির সংসদ কুনার হেমব্রম।
বাসিন্দাদের হাতে মিনারেল ওয়াটার এবং ওআরএস তুলে দিলেন বিজেপির সংসদ। গত এক সপ্তাহ ধরে এই গ্রামে আন্ত্রিকের প্রকোপে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে। ঘটনার খবর জানতে পেরেই গ্রামে যায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের টিম। এক শিশু ও এক মহিলা সহ মোট তিনজন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। আক্রান্তদের বাড়িতে মিনারেল ওয়াটার বোতল এবং ওআরএস বিলি করেন তিনি। বিকালে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে অসুস্থ দেখতে যান কুনারবাবু। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

Developed by