Breaking
7 Dec 2025, Sun

স্টেশনপাড়া সংঘমিত্র ব্যায়াম সমিতির পরিচালনায় রবিবার চক্ষু পরীক্ষা শিবিরে যোগ দিলেন ১৭৩ জন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : স্টেশনপাড়া সংঘমিত্র ব্যায়াম সমিতির পরিচালনায় রবিবার চক্ষু পরীক্ষা শিবির করা হয়। তাতে যোগ দিলেন ১৭৩ জন। হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের সহযোগিতায় এই শিবির করা হয়। ১৭৩ জন চোখ পরীক্ষা করায়। তাঁদের মধ্যে ৩৭ জনের চোখে ছানি পড়েছে বলে চিহ্নিতকরণ করেছেন চিকিৎসকরা। ছানি অপারেশনের জন্য আগামী ২৭ অগাস্ট তাঁদের সকলকে নিয়ে যাওয়া হবে হলদিয়ায়। বিনামূল্যে ওই অপারেশন করানো হবে রোগীদের।

Developed by