
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শুক্রবার রাতভর বৃষ্টির জেরে শনিবার বানভাসি হয়েছে শহর কলকাতা। একই হাল বাকি জেলাতেও। শনিবার বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির দাপট একটু কমেছে ঠিকই। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রবিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে অনুমান আবহবিদদের। পাশাপাশি উপকূলের জেলাগুলোতেও পড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাব। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



