Breaking
6 Dec 2025, Sat

লালগড় ব্লকের নেপুরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা,পুলিশের সামনে চলল বিক্ষোভ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড় ব্লকের নেপুরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা,পুলিশের সামনে চলল বিক্ষোভ। শুক্রবার সমাধান না হওয়ায় বিকেলে অফিসে তালা লাগিয়ে দেন বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, লালগড় ব্লকের বলরামপুর থেকে কমলাডাঙা যাওয়ার ৩ কিমি রাস্তাটি খুব খারাপ। রাস্তায় বর্ষায় জল জমে মরণ ফাঁদ তৈরি হয়েছে। সাধারণ মানুষজন চলাচল করতে পারছেন না। নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি হেমব্রম বলেন,৩কিমি রাস্তা পঞ্চায়েত থেকে করা সম্ভব নয়। তাই ব্লকে ও জেলা পরিষদে জানানো হয়েছে।

Developed by