Breaking
5 Dec 2025, Fri

বাংলার জন্য সুখবর,হাওড়া থেকে দিল্লি পর্যন্ত পাতা হবে ট্রেনের নতুন লাইন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাংলার জন্য সুখবর। হাওড়া থেকে দিল্লি পর্যন্ত পাতা হবে ট্রেনের নতুন লাইন। এতে এক ঝটকায় সফরের সময় কমবে কমপক্ষে ৬ ঘণ্টা। হাওড়া থেকে দিল্লি যেতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। শুক্রবার টুইট করে এই ঘোষণা করলেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল।হাওড়া থেকে দিল্লি পর্যন্ত ওই বিশেষ লাইনে ট্রেন দৌড়তে পারবে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মাত্র ১২ ঘণ্টায় বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পার করে ট্রেন ঢুকবে রাজধানীতে।প্রসঙ্গত, সাধারণভাবে হাওড়া থেকে দিল্লি যেতে যেতে সময় লাগে ১৮-২০ ঘণ্টা। রেলমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তি পাবেন দিল্লিগামী যাত্রীরা। মাত্র একরাতের সফরেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন রাজধানীতে। রেলের নতুন এই প্রকল্পের ব্যাপারে সম্মতি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।উল্লেখ্য, গত ১৩ অগাস্ট একটি বড় ঘোষণা করেছে রেল। রেলের কারখানাতে তৈরি হয়েছে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিসম্পন্ন ইঞ্জিন। এটি তৈরি করেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এতে রাজধানীর মতো ট্রেনের গতিও বাড়বে অনেকটাই।

Developed by