Breaking
6 Dec 2025, Sat

জোড়া উৎসবে দিনভর খুশির আমেজ বাঙালির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দেশকে অখন্ড রাখার ডাক দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের সূচনা করেছিলেন। সঙ্গে ছিল মানুষের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাতাবরণ। আজ বাঙালির কাছে তা উৎসবে পরিণত হয়েছে। তার উপর স্বাধীনতা দিবস। যার সঙ্গে আবার বাঙালির আত্মিক যোগ। স্বাভাবিক ভাবেই আজ জোড়া উৎসব পালন ব্যস্ত আম বাঙালি।

Developed by