
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২০১৭ সালের ৪ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেন। তারপর থেকেই জেলার পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে রাজ্য সরকার। এবার সেই ঝাড়গ্রাম জেলা শহরে বসছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে বসানো হয়েছে ট্রাফিক সিগন্যালের খুঁটি। ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ব্যবস্থা চালু হতে প্রায় একমাস সময় লাগবে।



