Breaking
8 Dec 2025, Mon

ঝাড়গ্রামে উদ্বোধন হল প্রখ্যাত সাহিত্যিক ললিতমোহন মাহাতর ‘জনারণ্যে জনদর্পণ’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার ঝাড়গ্রামের হোয়াইট হাউসে প্রকাশিত হল প্রখ্যাত সাহিত্যিক ললিতমোহন মাহাতর লেখা ‘জনারণ্যে জনদর্পণ’। বইটির উদ্বোধন করেন আনন্দ পুরষ্কার প্রাপ্ত সাহিত্যিক নলিনী বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন লোক গবেষক সুব্রত মুখোপাধ্যায়, অধ্যাপক ফটিকচাঁদ ঘোষ প্রমুখ।

Developed by