Breaking
21 Dec 2025, Sun

ঝাড়গ্রাম হারালেন তাঁর ভূমিপুত্র ‘ঝুমুর সম্রাট’ বিজয় মাহাতোকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম হারালেন তাঁর ভূমিপুত্র ‘ঝুমুর সম্রাট’ বিজয় মাহাতোকে। বিজয়বাবু তাঁর নিজের গানের জন্যই এতটাই খ্যাতি লাভ করেছিলেন, মানুষজন তাঁকে ‘ঝুমুর সম্রাট’ উপাধি দিয়েছিলেন। সারা জীবন জঙ্গলমহলের মানুষের মনের সুখ-দুঃখের কথায় তাঁর গানের মাধ্যমে তুলে ধরেছেন। ‘একটা ধমসা কিনে দে…’,’ধর ছাতা ধর কলইকাতা যাবো…’ তাঁর কন্ঠের সুমধুর গান চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করি এবং তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জানায়।

Developed by