Breaking
8 Dec 2025, Mon

ঝাড়গ্রামে মোদির সভাস্থল পরিদর্শন করল এসপিজি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:- ঘূর্নীঝড় ফনীর জন্য একদিন পিছিয়ে আগামী ৬ মে ঝাড়গ্রাম শহরের স্টেডিয়ামে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনে সভা করবেন মোদি। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের স্টেডিয়াম পরিদর্শন করতে আসেন এসপিজির আধিকারিকরা। পরিদর্শন টিমে ছিলেন এসপিজি (আইজি) টি নামগেয়াল কালোন, ঝাড়গ্রামের পুলিস সুপার অরিজিৎ সিনহা, দুর্গাপুর সপ্তম ব্যাটেলিয়ান কমাড্যান্ট অফিসার অজিত সিং যাদব সহ গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। প্রায় দেড় ঘন্টা ধরে পরিদর্শনের পর বিজেপির জেলা সভাপতি সুখময় শতপথী, জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষের সঙ্গে মিটিং করেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

Developed by