
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবাহ সরেন টুডু সমর্থনে আগামী 4 তারিখ 5 তারিখ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম জেলা আসছেন | ঝাড়গ্রাম জেলার দুটি জনসভা করবেন একটি বেলপাহাড়ি এটি গোপীবল্লভপুর এই জনসভা গুলিকে সফল করার জন্যই আজ ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের সাপধরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মিছিল সংঘটিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গাম জেলার কোর কমিটির সদস্য শিবেন্দ্র বিজয় মল্লদেব , ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধক্ষ্য উজ্জ্বল দত্ত , ঝাড়গ্রাম ব্লকের সহ সভাধিপতি সুবোধ টুডু সহ জেলার একাধিক নেতৃত্ব |



