Breaking
8 Dec 2025, Mon

পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সংগঠনের সম্মেলন ও সভা হল বিনপুরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সংগঠনের সম্মেলন ও সভা অনুষ্ঠিত হল বিনপুরে। এদিন বিনপুর চক্রের পাঁচটি অঞ্চলের ১৬০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন সম্মেলনে। সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, বিনপুর চক্রের সভাপতি মনিকাঞ্চন পাত্র, লালগড় ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহাতো। সম্মেলনের পর ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুকে বিপুল ভোটে জয়ী করানোর জন্য শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদনও করা হয়।পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সংগঠনের বিনপুর চক্রের উদ্যোগে সভাপতি মনিকাঞ্চন পাত্র বলেন,’এদিন আমাদের সংগঠনের পঞ্চম বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনকে বিপুল ভোটে জিতিয়ে ঝাড়গ্রামের উন্নয়নের ধারাকে বজায় রাখারও আবেদন করা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের কাছে।

Developed by